All Sms

Sl Title SMS Publish Date
1 ক্লাস পার্টি ২০২৫

প্রিয় অভিভাবক, 
আগামী ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের "ক্লাস পার্টি" অনুষ্ঠিত হবে। শুধুমাত্র শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে পার্টি ড্রেস (মার্জিত পোশাক) পরে ক্লাস পার্টিতে অংশগ্রহণ করবে।শিক্ষার্থীরা একটি "খালি স্কুল ব্যাগ" ও "ওয়াটার পট" সাথে নিয়ে আসবে। 

সময়ঃ
# PG—KG : সকাল দশটা থেকে বারোটা।
# I—X : সকাল দশটা থেকে দুপুর একটা।

বিঃদ্রঃ(PG-IV) এর অভিভাবকরা পার্টি শেষে ক্লাস থেকে শিক্ষার্থীকে নিয়ে যেতে পারবেন। ক্লাস টিচাররা গ্রুপে "পার্টির ছবি" পাঠিয়ে দিবেন।এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

অধ্যক্ষ

2025-11-08 08:51:55
1 week ago
2 বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫

প্রিয় অভিভাবক, 
আসসালামু আলাইকুম। আগামী ০৯ ও ১০ ডিসেম্বর "বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ -২০২৫ প্রতিযোগিতা" অনুষ্ঠিত হবে। নিম্ন লিখিত সময়ে চিত্রাঙ্কনে আগ্রহী শিক্ষার্থীরা প্রয়োজনীয় কালার ও পেন্সিল বক্স নিয়ে আসবে এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যে (নির্বাচিত শিক্ষার্থীরা) অংশগ্রহণ করবে। নৃত্য প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রয়োজনীয় সাজ ও পোশাক পরবে এবং অন্যান্য সকল প্রতিযোগীকে স্কুল ইউনিফর্ম পরে সময়মতো ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। 

★★০৯ ডিসেম্বর,২০২৫ঃ (মঙ্গলবার)
i.চিত্রাঙ্কন প্রতিযোগিতা-সকাল ৯ঃ০০-১০ঃ৩০ ঘটিকা। স্থানঃগ্রাউন্ড ফ্লোর।

ক বিভাগ-(১ম,২য়) বিষয়ঃ আমার গ্রাম
খ বিভাগ-(৩য়,৪র্থ,৫ম) বিষয়ঃ বাংলার প্রকৃতি।
গ বিভাগ-(৬ষ্ঠ,৭ম,৮ম ৯ম,১০ম) বিষয়ঃ ভাষা আন্দোলন (পোস্টার ডিজাইন)

★★০৯ ডিসেম্বর,২০২৫ঃ (মঙ্গলবার)
  ii.সংগীত প্রতিযোগিতা-সকাল ১১ঃ০০— দুপুর ০১ঃ০০ ঘটিকা। স্থানঃ গ্রাউন্ড ফ্লোর।

ক বিভাগ- ছড়া গান।
খ বিভাগ- রবীন্দ্র, নজরুল,লোক ও দেশাত্নবোধক সঙ্গীত।
গ বিভাগ- রবীন্দ্র,নজরুল, লোক ও দেশাত্নবোধক সঙ্গীত।
--------------------------------------------------
★★১০ ডিসেম্বর,২০২৫ঃ (বুধবার)
i)আবৃত্তি(বাংলা ও ইংরেজি)প্রতিযোগিতাঃ (সকাল ৯ঃ০০—১১ঃ০০ ঘটিকা)।স্থানঃ গ্রাউন্ড ফ্লোর।

ক-বিভাগ— সংকল্প (কাজী নজরুল ইসলাম)
খ-বিভাগ— বীর পুরুষ (রবীন্দ্রনাথ ঠাকুর)
গ-বিভাগ—মানুষ (কাজী নজরুল ইসলাম)

Group-A : Make it green—By Agni Desai
Group-B: Stopping by Woods on a snowy Evening—By Robert Frost 
Group-C: It Couldn’t Be Done—By Edgar Albert Guest

★★১০ ডিসেম্বর,২০২৫— (বুধবার)
ii.নৃত্য প্রতিযোগিতাঃ সকাল ১১ঃ০০-১ঃ০০ ঘটিকা। স্থানঃ২০৯ গ্রাউন্ড ফ্লোর।

অধ্যক্ষ

2025-11-08 08:51:20
1 week ago
3 পূজার বন্ধ

সম্মানিত অভিভাবকবৃন্দ, 

আগামী ২৮ সেপ্টেম্বর—০৬ অক্টোবর,২০২৫ পর্যন্ত শারদীয় দূর্গা পূজা,ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মী পূজা উপলক্ষে স্কুল ছুটি থাকবে এবং আগামী ০৭ অক্টোবর মঙ্গলবার থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। 

উল্লেখ্য যে, ৫ম,৮ম, ৯ম ও ১০ম শ্রেণির সংগঠিত কোচিং ক্লাস ২৭,২৮,২৯ সেপ্টেম্বর চলমান থাকবে। 

বিঃদ্রঃ আগামী ০৪ অক্টোবর,২০২৫ শনিবার থেকে ফ্রন্ট ডেস্ক অফিসে *"২০২৬ সালের ভর্তির ফর্ম প্রদান"* শুরু হবে।

 

অধ্যক্ষ

2025-09-25 06:35:31
1 month ago
4 এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রিয় অভিভাবক, 
আগামীকাল ১৪ সেপ্টেম্বর রবিবার, ২০২৫ শ্যামপুর শাখার এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ১১ঃ৩০ মিনিটে স্কুল ছুটি হয়ে যাবে। ছুটির পর আগ্রহী যেকোনো শিক্ষার্থী এবং বাধ্যতামূলকভাবে ৮ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের অনুষ্ঠান দেখার জন্য বলা হলো। সকল অভিভাবককে উক্ত অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি।

বিঃদ্রঃ এদিন ক্লাস শেষে কোনো কোচিং হবেনা। যে সকল শিক্ষার্থী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তারা সম্পূর্ণ সাজপোশাকে সকাল ১০ টায় ২০৯ (নৃত্য) ও ২০৭(আবৃত্তি ও সঙ্গীত) নং রুমে উপস্থিত থাকবে। 

অধ্যক্ষ

2025-09-13 17:49:20
2 months ago
5 ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে

প্রিয় অভিভাবক, 

অনিবার্য কারণ বশত আগামী ১৩ ও ১৪ মে,২০২৫ স্কুল ব্যাংকিং (লেনদেন কার্যক্রম) বন্ধ থাকবে।এসময়ে ওয়ান ব্যাংকে সরাসরি লেনদেন করার জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো।

 

অধ্যক্ষ

2025-05-07 07:56:41
6 months ago
6 ডিটেনশন ক্লাস ৬-১০

ম্মানিত অভিভাবকবৃন্দ (৬ষ্ঠ-১০ম),
আগামীকাল ৬মে মঙ্গলবার,২০২৫ থেকে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা "ডাইরির পড়া শিখে না আসলে বা বাড়ীর কাজ না করলে ডিটেনশনে থাকবে। বিষয় শিক্ষক পড়া আদায়ের পর ছুটি দেয়া হবে। উল্লেখ্য যে,ডিটেনশন ক্লাসের শিক্ষক ছুটি দিলেই, শিক্ষার্থী ব্যক্তিগত বা সংগঠিত কোচিং ক্লাসে যেতে পারবে। অন্যথায় নয়।

ডিটেনশন রুম নাম্বারঃ
★৬ষ্ঠ শ্রেণি- রুম নং ৪০২
★৭ম শ্রেণি- রুম নং ৫০৩
★৮ম শ্রেণি- রুম নং ৫০৪
★৯ম শ্রেণি-রুম নং ৬০৩
★১০ম শ্রেণি-রুম নং ৬০৯

অধ্যক্ষ

2025-05-06 02:24:59
6 months ago
7 ডিটেনশন ক্লাস ৩-৫

সম্মানিত অভিভাবকবৃন্দ (৩য়-৫ম),
আগামীকাল ৬মে মঙ্গলবার,২০২৫ থেকে ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থীরা "ডাইরির পড়া শিখে না আসলে বা বাড়ীর কাজ না করলে" নিম্নলিখিত রুম নম্বরের শ্রেণিকক্ষে ছুটির পর ডিটেনশনে থাকবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পড়া আদায়ের পর ছুটি দেয়া হবে। উল্লেখ্য যে,ডিটেনশন ক্লাসে দায়িত্বরত শিক্ষক ছুটি দিলেই, শিক্ষার্থী ব্যক্তিগত কোচিং ক্লাসে যেতে পারবে। অন্যথায় নয়।
★৩য়-শ্রেণি(রুম নং-৩০২)
★৪র্থ শ্রেণি(রুম নং-৩০৩)
★৫ম শ্রেণি(রুম নং-৩১০)

অধ্যক্ষ

2025-05-06 02:24:16
6 months ago
8 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫

প্রিয় অভিভাবকবৃন্দ,
আগামীকাল ০৮ ফেব্রুয়ারি শনিবার,২০২৫ তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনি সপরিবারে আমন্ত্রিত।
আপনার সন্তানের খেলায় অংশগ্রহণ, পুরস্কার গ্রহণ এবং আপনার উজ্জ্বল উপস্থিতি কামনা করছি। স্থানঃ শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, কদমতলী। 

অধ্যক্ষ

2025-02-09 20:49:17
9 months ago